একটি ওয়েবসাইট খুলেছেন সাহিত্যিক ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল। এমজেডআই ডটরকস নামের ওই ওয়েবসাইট গত ২১ জুলাই থেকে সবার জন্য খুলে দেওয়া হয়েছে।
তবে এখন পর্যন্ত সম্পন্ন হয়নি এর উন্নয়ন ও কনটেন্ট দেওয়ার কাজ। তা ধীরে ধীরে করা হবে বলে জানান জাফর ইকবাল।
এমডেআই ডটরকস ঠিকানায় ওয়েবসাইটে প্রবেশ করা গেলেও এর নাম তিনি দিয়েছেন ‘তোমাদের জন্যে…’।
যেখানে ছোটদের জন্য গল্প দেওয়া থাকবে। এছাড়াও সাইটে বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে প্রশ্ন লিখে পাঠানোর ব্যবস্থা রয়েছে। আর সেই প্রশ্নগুলোর উত্তর দেবেন জাফর ইকবাল।
এছাড়াও তার লেখা মুক্তিযুদ্ধের উপর কিছু বইয়ের পিডিএফ কপি ইতোমধ্যে দেওয়া হয়েছে। তবে ধীরে ধীরে এই সংগ্রহ আরও বাড়বে বলে লিখেছেন তিনি।
এমন ভিন্নধর্মী ওয়েবসাইট খোলা নিয়ে তিনি সেখানে লিখেছন, বাংলাদেশের প্রায় সবাই ইন্টারনেটে ঢুঁ মারে। তোমাদের বয়সী ছেলেমেয়েদের জন্যে সেখানে বিশেষ কিছু নেই, তাই তোমাদের অনেকে ফেইসবুকে সময় নষ্ট করো। (হ্যাঁ, ফেইসবুক মানেই সময় নষ্ট!) ইন্টারনেটে যদি আমি ‘তোমাদের জন্যে’ একটা ওয়েবসাইট তৈরি করে সেখানে আমার লেখাগুলো পোস্ট করে দিই তাহলে কেমন হয়? তোমরা তাহলে সেগুলো পড়তে পারবে। শুধু তাই নয় যদি তোমাদের প্রশ্ন করার সুযোগ করে দিই তোমরা সেখানে প্রশ্নও করতে পারবে। আমিও তার উত্তর দিতে পারব।
সেই চিন্তা থেকেই এই ওয়েবসাইট তৈরি করেছেন তিনি বলে লিখেছেন।
ওয়েবসাইটটি স্মার্টফোনের মাধ্যমে যেনো খুব সহজেই ব্যবহার করা যায় সেদিকে লক্ষ্য রেখেই তৈরি করা হয়েছে।
এই ঠিকানায় গিয়ে ওয়েবসাইটটি ঘুরে দেখা যাবে।