এক ক্লিকে ফেসবুকের সকল গ্রুপে পোস্ট করুন ২০১৬


আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন।আজ আমি শিখাব কিভাবে আপনি অতি সহজে একাধিক গ্রুপে এক ক্লিক পোস্ট করতে পারেন।আমাদের সবার ই অনেক দরকারি পোস্ট থাকে যা সবার সাথে শেয়ার করা প্রয়োজন হতে পারে শুধু তাই না।ফেসবুক গ্রুপ থেকে আপনি আপনার ওয়েবসাইট লিংক শেয়ার করে পেতে পারেন হাজার হাজার ভিজিটার।যা আমি পেয়েছি।তাই আপনাদের সাথে এটা আজ শেয়ার করব।তাহলে চলুন দেখি কিভাবে করব ।


এক ক্লিকে ফেসবুকের সকল গ্রুপে পোস্ট করার নিয়ম-
প্রথমে আপনার দরকার গ্রুপ এর ইমেল ।ভয় পাবেন না আমি দেখাচ্ছি কিভাবে গ্রুপ ইমেল সংগ্রহ করবেন ।আমি এখন ডুকলাম Clash of clans community (Bangladesh) নামক এক গ্রুপে নিচের স্কিন শর্ট দেখুন।আমি এখন Clash  of  clans  community  (Bangladesh) গ্রুপে আছি।


















গ্রুপে address টা দিকে লক্ষ করুন Clasfofclanscommunity


হলুদ মার্ক করা অংশ টা হল গ্রুপে ইমেল এটা সংগ্রহ করে নোটপেড অথবা খাতা লিখে রাখুন।এমন ভাবে সকল ফেসবুক গ্রুপ ইমেল সংগ্রহ করে নোট রাখুন।এখন সব গ্রুপের ইমেল দিয়ে একটা ফেসবুক গ্রুপ ই-মেইল বানাতে হবে৷এইটার নিয়ম হলো email@groups.facebook.com.আমি যে একটু আগে যে Clasfofclanscommunity এই ইমেল টা সংগ্রহ করলাম।এটা দিয়ে আমি একটা ইমেল তৈরি করলাম

Clasfofclanscommunity@groups.facebook.com


এমন ভাবে আপনি প্রতি টা গ্রুপ ইমেল দিয়ে তৈরি করুন।তৈরি করার পর আপনার ই-মেইল লগ ইন করুন যেটি দিয়ে আপনি ফেসবুক আইডি খুলেছেন। ই-মেইলে প্রবেশ করে কম্পোজ(compose) এ ক্লিক করুন এখন সব ফেসবুক গ্রুপ ই-মেইল নোটপ্যাড থেকে কপি করে এনে BCC ঘরে পেস্ট(past) করুন।তারপর কম্পোজ অংশে যা শেয়ার করতে চান তা লিখুন৷যেমন:ছবি,লেখা,লিংক ইত্যাদি৷ নিচের স্কিন শট টা দেখুন আমি আমার সংগ্রহ করা কিছু ইমেল কিভাবে দিলাম


এখন send বাটন ক্লিক করুন দেখবেন আপনার শেয়ারকৃত পোস্টটি এক ক্লিকে সব গ্রুপে শেয়ার হয়ে গিয়েছে৷

ধন্যবাদ সবাই ভাল থাকুন আর ইনজয় করুন।


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.