মেসেঞ্জারে ভিডিও কল সহজ হচ্ছে

ফেসবুকের মেসেঞ্জারে গ্রুপ ভিডিও কল আরও সহজ করছে কর্তৃপক্ষ। সম্প্রতি মেসেঞ্জার অ্যাপে নতুন একটি ফিচার যুক্ত করার কথা জানিয়েছে ফেসবুক, যাতে ভিডিও কলের সময় অন্যদের সহজেই যুক্ত করা যাবে।





এর আগে গ্রাহক কোনো একটি কলে থাকাকালীন অন্য কোনো গ্রাহক কল করলে তাকে ওই কলে যুক্ত করা যেত না। কলটি কেটে অন্য গ্রাহককে কল করতে হতো। আর গ্রুপ কল করতে হলে ভিন্ন গ্রুপ খুলে সেখান থেকে কল করতে হতো।



মেসেঞ্জারের নতুন ফিচারের কারণে এবার কলে থাকাকালে তা না কেটেই অন্য কলারকে সংযুক্ত করা যাবে।


কলের মধ্যে থাকাকালে পর্দা থেকে ‘অ্যাড পারসন’ অপশন থেকে অন্য গ্রাহককে কলে সংযুক্ত করা যাবে। কল শেষ হলে ওই কলের গ্রাহকদের নিয়ে স্বয়ংক্রিয়ভাবে একটি গ্রুপ তৈরি হবে। সেখান থেকে পরে গ্রুপ চ্যাটও করতে পারবেন গ্রাহক।


অ্যান্ড্রয়েড ও আইওএস দুই সংস্করণেই নতুন ফিচারটি এনেছে ফেসবুক। ভিডিও কলে ছয়জন পর্যন্ত যুক্ত করতে পারবেন গ্রাহক। আর অডিও কলের ক্ষেত্রে ৫০ জন পর্যন্ত যোগ করা যাবে। 

তথ্যসূত্র: গ্যাজেটস নাউ।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.