এইচএসসি (HSC) ও সমমানের পরিক্ষার ফল প্রকাশ 2017

এইচএসসি (HSC) ও সমমানের পরিক্ষার ফল প্রকাশ 2017


হ্যালো, কেমন আছেন সবাই ? আশা করি আপনারা সবাই ভালোই আছেনআপনাদের ভালো থাকার মাঝে আরেকটি সুখবর দেওয়ার জন্য হাজির হলামটেকটিউনসে এটাই আমার প্রথম টিউন তাই পূবেই সরি বলে নিচ্ছি ভুল ত্রুটি হলে ক্ষমার চোখে দেখবেন
২৩ শে জুলাই ২০১৭ এইচএসসি (HSC)  ও সমমানের পরিক্ষার ফল প্রকাশ করা হবেএই বছর মোট ৮ হাজার ৩০৫ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এইচএসসি (HSC) পরিক্ষায় অংশগ্রহন করেছে ১২ লাখ ১৮ হাজার ৬২৮জন ছাত্রছাত্রী তার মধ্যে ৬ লাখ ৫৪ হাজার ১১৪ জন ছাত্র আর বাকি ৫ লাখ ৬৪ হাজার ৫১৪ জন ছাত্রী
আগামী ২৩ জুলাই এইচ এস সি ফল প্রকাশিত হবেঅত্যন্ত আগ্রহ থাকা সত্তেও আমরা ঠিক সময়ে রেজাল্ট দেখতে পাই নারেজাল্ট বিভিন্ন ভাবে দেখতে পারেন
যেমন:
এস এম এস র মাধ্যমেওয়েব সাইটের  মাধ্যমে ৩সরাসরি স্কুল কলেজ থেকে

এস এম এস র মাধ্যমে


HSC <space> 1st Three Letters of Board Name <space> HSC Roll <space> 2017
Then send to 16222

Example: HSC DHA 123456 2017
Then send to 16222



পরিক্ষার ফলাফল এখন মোবাইলেঃ

এইচএসসি (HSC) পরিক্ষার ফলাফল (খুব দ্রুত + মার্কশিটসহ) অনলাইলে বা এসএমএস এর মাধ্যমে জানার জন্য মাত্র ২ MB Android Application ডাউনলোড করে নিন নিচের লিংক থেকে:
android app টি যে মোবাইলে চলবে তার মিনিমাম android version হতে হবে ৪.২  আমি আবার বলতেছি android app টি যে মোবাইলে চলবে তার মিনিমাম android version হতে হবে ৪.২ যদি কারো মোবাইলের android version 4.2 এর কম হয় তাহলে আপনার  ডাউনলোড  কোন কাজে আসবে না
সেই রকম একটি অ্যাপ লিঙ্ক হলঃ
ওয়েব লিঙ্কঃ

তাছাড়া আপনার ব্রাউজার থেকে বিভিন্ন সাইটে ঢুকেও রেজাল্ট সংগ্রহ করতে পারেন
ভাল থাকবেন সুস্থ থাকবেন এই কামানায় বিদায় নিচ্ছি 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.