খুব সহজেই অ্যাডসেন্স অ্যাকাউন্ট ভেরিফাই করা..

আসসালামালাইকুম !
সবাই কেমন আছেন ?
আশা করি সবাই আল্লাহ্‌র রহমতে ভালোই আছেন 🙂 আমিও আল্লাহ্‌র রহমতে ভালো আছি ।
আজকে অনেক দিন পরে বাংলা ব্লগিং এর ধারায় ফিরে এলাম , শেষ কবে বাংলা কোন পোস্ট করেছিলাম মনে নেই 🙁
নিজের কাজের ব্যাস্ততা, পড়ালেখা সহ বিভিন্ন ঝামেলার কারনে পোস্ট করা হয়ে উঠেনি , জানিনা বাংলা ব্লগিং এ আবার নিয়মিত হতে পারবো কিনা 🙁
                                           


সবাইকে পবিত্র ঈদুল আযহা এর শুভেচ্ছা জানিয়ে আমি আমার পোস্ট শুরু করছি ।
অনলাইনে আয়ের মধ্যে গুগল আডসেন্স হচ্ছে অন্যতম 🙂
অনেককেই দেখা যায় আডসেন্স পিন লেটার না পেয়ে খুব হতাশ হয়ে যায় এবং হতাশ হওয়াটাই স্বাভাবিক ।
বিভিন্ন সমস্যার কারনেই আপনি অ্যাডসেন্স এর পিন লেটার না পেতে পারেন ।
তবে হতাশ হওয়ার কিছু নেই যার আডসেন্স এর পিন লেটার না পেয়ে ব্যান খাওয়ার জন্য অপেখা করছেন তাদের জন্য আমি চলে আসেছি 🙁
আপনি আপনার মোবাইল ফোনের মাধ্যমে খুব সহজেই আপনার গুগল আডসেন্স একাউন্ট ভেরিফাই করে ফেলতে পারবেন।
আমার দেখানো এই সিস্টেম তাদের জন্য যারা আডসেন্স পিনের জন্য আলরেডি ৩ বার আবেদন করে ফেলেছেন কিন্তূ যারা ৩ বার আবেদন করেন নি তাদের এই সিস্টেম হবেনা 🙁
এই জন্য আপনাকে অন্তত ৩ বার গুগল আডসেন্স এর পিনের জন্য আবেদন করতে হবে ।

যেভাবে আপনি আপনার গুগল এডসেন্স একাউন্ট ভেরিফাই করবেন :

  • প্রথমে এই লিঙ্কে ক্লিক করুন 
  • এখানে আপনি আপনার পাবলিশার নেইম , ই-মেইল, পাবলিশার আইডি এবং ফোন নাম্বার দিয়ে Submit বাটন এ ক্লিক করুন ।
    এর পর আপনার মেইল চেক করে দেখেন এই ধরনের কোন মেইল আসেছে কিনা ।
    Hello,
    Thanks for your email.
    Unfortunately, we didn’t receive an attachment with your proof of identity, so we couldn’t verify your postal address. Please try again to send us a suitable identifying document athttps://www.google.com/adsense/support/bin/request.py?contact_type=id_verification&hl=en_GB.
    Yours Sincerely,
    The Google AdSense Team
    যদি এমন কোন মেইল পেয়ে থাকনে তাহলে আমরা দ্বিতীয় স্টেপ এ যাবো 🙂
     এখানে আপনি আপনার পাবলিশার নেইম , ই-মেইল, পাবলিশার আইডি এবং এবং একটি Text File এ আপনার ফুল অ্যাড্রেস দিয়ে  দিয়ে Submit বাটন এ ক্লিক করুন । আপনার ফুল অ্যাড্রেস অবশ্যই আপনার বর্তমান আডসেন্স একাউন্টে যেটা আছে সেটাই দিবেন।
    • Text File আপনি এভাবে তৈরি করতে পারেন ।
    1. Name:
    2. Contact Address:
    3. Phone No:
    4. Email Address:
    5. Publisher ID:
    6. Postal Address:
    7. Country:
    আপনি ৭ দিনের ভিতরেই একটি কনফার্মেশন মেইলের মাধ্যমে আপনার একাউন্ট ভেরিফাই হয়েছে কিনা জানতে পারবেন তবে কিছুদিন আগে আমার এক পরিচত ফ্রেন্ডের ১০ মিনিটেই ভেরিফাই হয়ে গিয়েছিল 🙂
    আজ আর পারছিনা বন্ধুরা 🙁

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.