আসসালামালাইকুম !
সবাই কেমন আছেন ?আশা করি সবাই আল্লাহ্র রহমতে ভালোই আছেন আমিও আল্লাহ্র রহমতে ভালো আছি ।
আজকে অনেক দিন পরে বাংলা ব্লগিং এর ধারায় ফিরে এলাম , শেষ কবে বাংলা কোন পোস্ট করেছিলাম মনে নেই
নিজের কাজের ব্যাস্ততা, পড়ালেখা সহ বিভিন্ন ঝামেলার কারনে পোস্ট করা হয়ে উঠেনি , জানিনা বাংলা ব্লগিং এ আবার নিয়মিত হতে পারবো কিনা
সবাইকে পবিত্র ঈদুল আযহা এর শুভেচ্ছা জানিয়ে আমি আমার পোস্ট শুরু করছি ।
অনলাইনে আয়ের মধ্যে গুগল আডসেন্স হচ্ছে অন্যতম
অনেককেই দেখা যায় আডসেন্স পিন লেটার না পেয়ে খুব হতাশ হয়ে যায় এবং হতাশ হওয়াটাই স্বাভাবিক ।
বিভিন্ন সমস্যার কারনেই আপনি অ্যাডসেন্স এর পিন লেটার না পেতে পারেন ।
তবে হতাশ হওয়ার কিছু নেই যার আডসেন্স এর পিন লেটার না পেয়ে ব্যান খাওয়ার জন্য অপেখা করছেন তাদের জন্য আমি চলে আসেছি
আপনি আপনার মোবাইল ফোনের মাধ্যমে খুব সহজেই আপনার গুগল আডসেন্স একাউন্ট ভেরিফাই করে ফেলতে পারবেন।
অনলাইনে আয়ের মধ্যে গুগল আডসেন্স হচ্ছে অন্যতম
অনেককেই দেখা যায় আডসেন্স পিন লেটার না পেয়ে খুব হতাশ হয়ে যায় এবং হতাশ হওয়াটাই স্বাভাবিক ।
বিভিন্ন সমস্যার কারনেই আপনি অ্যাডসেন্স এর পিন লেটার না পেতে পারেন ।
তবে হতাশ হওয়ার কিছু নেই যার আডসেন্স এর পিন লেটার না পেয়ে ব্যান খাওয়ার জন্য অপেখা করছেন তাদের জন্য আমি চলে আসেছি
আপনি আপনার মোবাইল ফোনের মাধ্যমে খুব সহজেই আপনার গুগল আডসেন্স একাউন্ট ভেরিফাই করে ফেলতে পারবেন।
আমার দেখানো এই সিস্টেম তাদের জন্য যারা আডসেন্স পিনের জন্য আলরেডি ৩ বার আবেদন করে ফেলেছেন কিন্তূ যারা ৩ বার আবেদন করেন নি তাদের এই সিস্টেম হবেনা
এই জন্য আপনাকে অন্তত ৩ বার গুগল আডসেন্স এর পিনের জন্য আবেদন করতে হবে ।
যেভাবে আপনি আপনার গুগল এডসেন্স একাউন্ট ভেরিফাই করবেন :
- প্রথমে এই লিঙ্কে ক্লিক করুন
- এখানে আপনি আপনার পাবলিশার নেইম , ই-মেইল, পাবলিশার আইডি এবং ফোন নাম্বার দিয়ে Submit বাটন এ ক্লিক করুন ।
এর পর আপনার মেইল চেক করে দেখেন এই ধরনের কোন মেইল আসেছে কিনা ।Hello,Thanks for your email.Unfortunately, we didn’t receive an attachment with your proof of identity, so we couldn’t verify your postal address. Please try again to send us a suitable identifying document athttps://www.google.com/adsense/support/bin/request.py?contact_type=id_verification&hl=en_GB.Yours Sincerely,The Google AdSense Teamযদি এমন কোন মেইল পেয়ে থাকনে তাহলে আমরা দ্বিতীয় স্টেপ এ যাবো- এবার এই লিঙ্কে ক্লিক করুন
- Text File আপনি এভাবে তৈরি করতে পারেন ।
- Name:
- Contact Address:
- Phone No:
- Email Address:
- Publisher ID:
- Postal Address:
- Country:
আপনি ৭ দিনের ভিতরেই একটি কনফার্মেশন মেইলের মাধ্যমে আপনার একাউন্ট ভেরিফাই হয়েছে কিনা জানতে পারবেন তবে কিছুদিন আগে আমার এক পরিচত ফ্রেন্ডের ১০ মিনিটেই ভেরিফাই হয়ে গিয়েছিলআজ আর পারছিনা বন্ধুরা