বন্ধুরা আপনারা কেমন আছেন। নিশ্চয় আপনারা ভাল আছেন। আমি আপনাদের দোয়া ও ভালবাসা নিয়ে এই প্রযুক্তির যুগে ভাল আছি। বন্ধুরা কাজের এত ব্যস্ততার কারণে আমি আগের মত আপনাদের জন্য টিউন করার মত সময় করতে পারছি না। তার জন্য আমি আগ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো বন্ধুরা আজ আমি আপনাদের জন্য অতি গুরুত্বপূর্ণ একটি টিউন শেয়ার করছি। কেননা আমরা সর্বদা অনলাইনে কাজ করে থাকি তাদের একটি করে ব্লগ বা ওয়েব সাইট আছে। কিন্তু তাতে আশানুরুপ ফল পাওয়া যাচ্ছে না। তাই সেদিকে লক্ষ্য রেখে আপনাদের জন্য আমার এই ছোট প্রয়াস। তো শুরু করা যাক।
জেনে নিন ব্লগ বা ওয়েবসাইটের ট্রাফিক ও ভিজিটর বাড়ানোর ১৫ টি কার্যকরি টিপসসমূহ?
বন্ধুরা আপনারা এবার নিচ থেকে ১৫টি কার্যকরি টিপস সম্পর্কে জেনে নিন।
- 1.নিয়মিত ইউনিক কনটেন্ট প্রকাশ করুন।
- 2.বিভিন্ন সার্চ ইঞ্জিনে আপনার ব্লগ বা ওয়েব সাইট সাবমিট করুন।
- 3.ব্লগরোল ব্যবহার করুন ও আপডেট রাখুন।
- 4.নিজের এবং রিলেটেড সাইটে কমেন্ট করুন ও বিভিন্ন প্রশ্নের উত্তর দিন।
- 5.ব্লগের আরএসএস ফিড সেটিং করুন।
- 6.লিংকস ও ট্রাকবার ব্যবহার করুন।
- 7.প্রতিটি পোষ্টে ট্যাগ ব্যবহার করুন।
- 8.বিভিন্ন বুকমার্কিং সাইটে আপনার সাইটের পোষ্ট শেয়ার করুন।
- 9.সার্চ ইঞ্চিন থেকে ট্রাফিক আনার জন্য মেইন কীওয়ার্ড ও রিলেটেড কীওয়ার্ড অনুসরণ করে পোষ্ট করুন।
- 10ছবি দিতে ভূলবেন না।
- 11.গেষ্ট ব্লগিং করুন এবং আপনার ব্লগে গেষ্ট ব্লগিংয়ের সুযোগ রাখুন।
- 12.ফোরাম, ওয়েব রিং ও অনলাইন গ্রুপে যোগাযোগ সংযুক্ত থাকুন।
- 13.ইমেইল সিগনেচার, বিজনেস কার্ডের মাধ্যমে ব্লগ প্রমোট করতে পারেন।
- 14আপনার ব্লগে নির্দিষ্ঠ মেয়াদে ব্লগিং প্রতিযোগিতার আয়োজন করুন।
- 15অফলাইনে বিভিন্ন মানুষের সাথে শেয়ার করুন।