কথা না বাড়িয়ে সরাসরি কাজের কথায় আসি । আজকে আমি আপনাদের একটি আনলাইন টুলস এর শাথে পরিচয় করায় দিব যেইটা আপনাদের ইংলিশ এর ভুলগুলি আটোমেটিক ভাবে সংশোধন করবে । টুলসটির নাম Grammarly . Grammarly অনলাইন গ্রামার চেকার টুল । Grammarly আসলে ফ্রী একটা টুলস । এইখানে গিয়ে এইখানে গিয়ে ফ্রি রেজিস্ট্রেশান করে নিয়ে তাদের অ্যাডঅন্স টা আপনাদের ব্রাউজার এ ইন্সটল করলেই হবে । আপনি যদি ফ্রিলাঞ্চার অথবা ব্লগার হন তাহলে আজকেই এইটা ইউজ করা শুরু করে দেন । আপনার ইংলিশ লিখায় আর কখনো ভুল হবে না ।
Grammarly নতুন ইউজার দের ৩০$ এর প্রিমিয়াম অ্যাকাউন্ট ফ্রিতে দিতেছে । প্রিমিয়াম অ্যাকাউন্ট যদি আপনি ইউজ করতে চান তাহলে
এইখানে গিয়ে এই নিল্ক এ গিয়ে রেজিস্ট্রেশান করার পরে তাদের অ্যাডঅন্স টা আপনাদের ব্রাউজার এ ইন্সটল করে নেন ।
সবকিছু লিখে বুঝাইতে পারব না তাই আপনাদের জন্য একটি ভিডিও বানিয়েছি । দেখে নিতে পারেন এইখান থেকে
ভিডিওটি দেখুন এইখান থেকে আশা করি আপনাদের আর কখনও ইংলিশ লিখায় ভুল হবে না আর ।